কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক চার্জে ৩২০ কিলোমিটার চলবে ই-কার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ১৩:০৪

ভারতের বাজারে এলো সিট্রোয়েনের ইলেকট্রিক গাড়ি। সংস্থার সেই ইলেকট্রিক হ্যাচব্যাকের নাম সিট্রোয়েন ই-সি৩। গাড়িটির এআরএআই-ক্লেইমড রেঞ্জ ৩২০ কিলোমিটার। ডিসি চার্জারের সাহায্যে এই গাড়িটি মাত্র ৫৭ মিনিটের মধ্যেই ১০-৮০ শতাংশ চার্জ করতে পারে। অন্য দিকে একটি ৩.৩কিলোওয়াট এসি চার্জার ব্যবহার করে গাড়িটি ১০-১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় সাড়ে ১০ ঘণ্টা। 


নতুন গাড়িটির হাইয়ার স্পেক মডেলটিতে রয়েছে একটি ১০.২ ইঞ্চির টাচ ডিসপ্লে। সেই সঙ্গে গাড়িটিতে রয়েছে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ফোর স্পিকার অডিও, মাই সিট্রোয়েন স্মার্টফোন কানেক্টিভিটি, ডুয়াল এয়ারব্যাগ, এবিএস ও ইবিডি। আরও পড়ুন: গোবরে চলবে মারুতি সুজুকির এই গাড়ি সিট্রোয়েনের নতুন বৈদ্যুতিক গাড়িটির ব্যাটারির সঙ্গে ৭ বছর বা ১ লাখ ৪০ হাজার কিলোমিটারের ওয়ারান্টি দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও