খাবার ডেলিভারির ব্যাগে ৮০০ বছরের পুরনো মমি, যুবকের দাবি 'প্রেমিকা'!

www.tbsnews.net প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ১৬:০৬

খাবার ডেলিভারির ব্যাগ থেকে প্রাক-হিস্পানিক যুগের ৬০০ থেকে ৮০০ বছর পুরনো একটি মমি উদ্ধার করেছে পেরুর পুলিশ। শনিবার বিকেলে পেরুর পুনো শহরের একটি নির্জন পার্কে বসে মদ্যপান করছিলেন তিন যুবক, সেসময় পুলিশ তাদের কাছে থাকা ব্যাগ থেকে এই মূল্যবান মমিটি উদ্ধার করে, খবর সিএনএন এর।


পুনো অঞ্চলের ন্যাশনাল পুলিশের মুখপাত্র আন্তোনিও ওর্তেগা বলেন, "২৬ বছর বয়সী এক ব্যক্তির হাতে 'পেডিডোস ইয়া' লেখা একটি ডেলিভারি ব্যাগ দেখা যাচ্ছিলো। পেডিডোস ইয়া পেরুর একটি ফুড ডেলিভারি অ্যাপ। সাধারণত তাদের সেই লাল রঙ এর ব্যাগে করে খাবার ডেলিভারি দেওয়া হয়। এই ব্যাগের ভেতরেই মমিটি পাওয়া যায়।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও