‘নন-লাইফ’ পলিসির ক্ষেত্রে পুনঃবীমার পরিধি বাড়ছে
www.tbsnews.net
প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ১৬:০২
বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে একক বীমা প্রতিষ্ঠানের ঝুঁকি কমাতে তৃতীয় কোনো বীমা প্রতিষ্ঠানে পুনঃবীমার সংখ্যা বাড়ছে।
বর্তমানে দেশের বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলোর বীমা পলিসির বিপরীতে পুনঃবীমা গ্রহণকারী একমাত্র রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হল সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি)।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, দেশে এখন 'নন-লাইফ' (জীবন বীমা ছাড়া অন্যান্য বীমা বা সাধারণ বীমা) বীমা খাতে বড় বড় অংকের বীমা পলিসি আসছে, যার দায় এককভাবে দেশিয় কোনো বীমা প্রতিষ্ঠানের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়।