You have reached your daily news limit

Please log in to continue


১০৯ রানে অলআউট ভারত

অস্ট্রেলিয়ার জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে নিজেরাই ধরা পড়লো ভারত। ইন্দোরে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান স্পিন ঘূর্ণি সহ্য করতে পারেনি রোহিত শর্মার দল। যার ফলে মাত্র ৩৩.২ ওভার ব্যাট করে ১০৯ রান তুলতেই অলআউট হয়ে গেলো ভারত।

মূলত অসি স্পিনেই ধরাশায়ী হয়েছে ভারতের বিশাল শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ম্যাথিউ কুনেম্যান ৯ ওভারে ১৬ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। তার ঘূর্ণি বলেই তটস্থ থাকতে হয়েছে বেশি কোহলি-রোহিতদের। এছাড়া নাথান লিওন ৩টি এবং টড মারফি নেন ১টি উইকেট। একজন হলেন রানআউট।

তবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়াও। ইনিংসের ১২ রানের মাথায় ওপেনার ট্রাভিস হেডের উইকেট হারায় তারা। রবিন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন তিনি। এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ১২.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২। ১৬ রানে উসমান খাজা এবং ৯ রানে ব্যাট করছেন ল্যাবুশেন।

ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুটা যেন ভালোই করেছিলেন রোহিত এবং শুভমান গিল। কিন্তু ২৭ রান করার পর উইকেট পতন শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন