শ্রীলঙ্কায় কর্মবিরতি ঠেকাতে সরকারের জরুরি উদ্যোগ

ডেইলি স্টার শ্রীলঙ্কা প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৩

শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরে চলছে অর্থনৈতিক সংকট। এর মাঝে আন্তর্জাতিক মুদ্রা সংস্থা থেকে ঋণ নেওয়ার শর্ত পূরণে দেশটির সরকার জনগণের ওপর করের বোঝা বাড়িয়েছে। সঙ্গে বেড়েছে বিদ্যুৎ, জ্বালানির দাম। ট্রেড ইউনিয়নের নেতারা বুধবার দেশটিতে প্রতীকী কর্মবিরতির ডাক দিলে সরকার এই উদ্যোগ দমনে বিশেষ ব্যবস্থা নিয়েছে। 


আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি শ্রীলঙ্কা সরকারের বরাত দিয়ে জানিয়েছে, বেশ কিছু খাকে জরুরি সেবা হিসেবে চিহ্নিত করে পরোক্ষভাবে বিক্ষোভ ও কর্মবিরতি নিষিদ্ধ করা হবে।


এমন সময় এ ঘোষণা এলো, যখন ইউনিয়নের সদস্যরা বুধবার ১ দিনের কর্মবিরতি কর্মসূচির আহ্বান জানিয়েছেন। উচ্চ মাত্রার কর ও বিদ্যুৎ, পানি ও জ্বালানির মতো জরুরি সেবার মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালনের আহ্বান জানায় দেশের ইউনিয়নগুলো।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও