![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/02/28/tomato5.jpg?itok=RL1Pteal×tamp=1677566336)
যে কারণে বিশ্বজুড়ে টয়োটা এত জনপ্রিয়
ডেইলি স্টার
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১১
ট্রাফিক জ্যামে বন্দি ঢাকা শহরের সড়কে নিত্য বসে টয়োটার মেলা। যেকোনো রাস্তায় তাকালে টয়োটার কোনো না কোনো গাড়ি চোখে পড়বেই, শুধু বাংলাদেশ নয় বিশ্ব বাজারের অন্যতম জনপ্রিয় গাড়ি এই টয়োটা।
বিজ্ঞানের বহু আবিষ্কারে জাপানের সংশ্লিষ্টতা থাকলেও গাড়ির বাজারে ইউরোপ-আমেরিকার প্রভাব বরাবরই বেশি ছিল। তবে জার্মানি, আমেরিকা, কিংবা যুক্তরাজ্যের বাঘা বাঘা কোম্পানির গাড়িকে পেছনে ফেলে তুলনামূলক নবীন কোম্পানি হিসেবে জাপানের টয়োটা বেশ কয়েকবার শীর্ষ গাড়ি বিক্রেতার মুকুট দখলে নিয়েছে।