You have reached your daily news limit

Please log in to continue


অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অঙ্কুশ, দেখে যা করলেন ঐন্দ্রিলা

টালিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। জি-বাংলা ড্যান্স বাংলা ড্যান্সের এক নারী প্রতিযোগীর সঙ্গে নাকি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা। আর তো হাতেনাতে ধরে ফেলেন অভিনেত্রী ও প্রতিযোগিতার অন্যতম বিচারক শুভশ্রী গাঙ্গুলি। 

ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এমনকি অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলা সেনের কাছে পৌঁছে গেছে সে ভিডিও।  

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়াংকা নামে এক প্রতিযোগী অঙ্কুশকে প্রস্তাব দেন— তুমি ১০টা পুশআপ করবে, আর আমি তোমার ওপর বসব। এমন প্রস্তাব শুনে উচ্ছ্বসিত অঙ্কুশ বলেন, পরেরটার জন্য রাজি।

অঙ্কুশের কাণ্ড ঐন্দ্রিলাকে ভিডিওকলে দেখিয়ে শুভশ্রী বলেন, দেখলি তো ঐন্দ্রিলা পুরো শোটাই ও এটা করছে! ফোনের ওপার থেকে তখন ঐন্দ্রিলা কান্না শুরু করে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে যান অঙ্কুশ।

এদিকে আরও একটি ভিডিওতে শুভশ্রীকেই প্রতিযোগী প্রিয়াংকার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে— অঙ্কুশকে দিয়ে ফিটনেস ওয়ার্কআউট কিংবা স্টান্ট করিয়ে নিতে। আর তাতে বেশ ফাঁপরে পড়ে যান অঙ্কুশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন