মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না হংকংয়ে
হংকংয়ে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। শহরটির প্রধান নির্বাহী জন লি এ ঘোষণা দিয়েছেন। আগামী ১ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রায় এক হাজার দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতার সিদ্ধান্ত বাতিল হচ্ছে। খবর আল জাজিরা।
করোনা মহামারির শুরু থেকেই চীনের শূন্য-কোভিড নীতি অনুসরণ করে হংকং। তবে গত বছর কঠোর কোভিড নীতিগুলো শিথিল করা শুরু করেছিল সেখানকার প্রশাসন।
সরকার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্তে হংকংয়ে পর্যটকদের আনাগোনা আগের তুলনায় বাড়বে। একইসঙ্গে পুনরায় ব্যবসা শুরু হবে।
এ বিষয়ে জন লি বলেন, ‘আমরা মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সেরা সময়। হংকং যে স্বাভাবিক অবস্থায় ফিরেছে, তা জানানোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা। ’
‘তবে হাসপাতালের মতো উচ্চ-ঝুঁকির জায়গায় সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নিতে পারেন যে, সেখানে স্টাফ ও রোগীদের মাস্ক পরতে হবে কিনা’- তিনি যোগ করেন।