শিক্ষামূলক দুটি অ্যাপ নিয়ে এল এসিআই
বণিক বার্তা
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০২
এসিআই লিমিটেড নিয়ে এল শিক্ষামূলক অ্যাপ মেধাবীর সুপারনোভা ও কিডস ব্রেইন বিল্ডার। গতকাল সন্ধ্যায় এসিআই মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপ দুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, স্বপ্ন-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, প্রজেক্ট লিডার মো. মনিরুজ্জামান প্রমুখ। অ্যাপ দুটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।