টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু কানাডার
বণিক বার্তা
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৭
ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের উপায় যাচাইয়ে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কানাডার প্রাইভেসি কমিশন। চীনা এ অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন তদারকি সংস্থা অনেক দিন থেকেই তথ্য চুরির অভিযোগ জানিয়ে আসছিল। খবর বিবিসি।
চীনা জায়ান্ট বাইটডান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং এ প্লাটফর্ম মূলত বেইজিংয়ের কাছে তথ্য হস্তান্তর নিয়ে তদন্তের মুখে পড়েছে। ইউরোপীয় কমিশন প্রতিষ্ঠানটিকে সুরক্ষিত রাখতে তাদের কর্মীদের অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়ার পর কানাডা প্রথম এ পদক্ষেপ নিল। তবে এ অভিযোগ অস্বীকার করে টিকটক জানায়, গোপনীয়তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের পরিষেবার তথ্য বেইজিং ব্যবহার করে না।