কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুসংবাদ দিলেন নীলফামারীর সরিষা চাষিরা

বাংলা ট্রিবিউন নীলফামারী সদর প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০০

কম খরচে বেশি লাভ হওয়ায় নীলফামারীতে বেড়েছে সরিষা আবাদ। বাজারে দাম ভালো পাওয়ায় এবার লক্ষ্যমাত্রার বেশি সরিষা চাষের সুসংবাদ দিলেন জেলার ছয় উপজেলার কৃষকরা। এখন মাঠে মাঠে ফুটেছে সরিষা ফুল। যত দূর চোখ যায় হলুদের সমারোহ। বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে ও সময়মতো সরিষা ঘরে তুলতে পারলে বিক্রি করে অধিক লাভবান হবেন।


জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ছয় হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ছয় হাজার ৭৭৭ হেক্টর জমিতে। গত বছর জেলায় পাঁচ হাজার ৫৫৫ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে আবাদ হয়েছিল পাঁচ হাজার ৫৮০ হেক্টর জমিতে। গত বছর লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছিল। এক বছরের ব্যবধানে চলতি মৌসুমে ২৫২ হেক্টর জমিতে আবাদ বেড়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও