You have reached your daily news limit

Please log in to continue


গোপনে মধুচন্দ্রিমা শেষে কাজে ফিরলেন কিয়ারা

বিয়ের পর স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমা গিয়েছিলেন বলিউড নায়িকা কিয়ারা আদভানি। বিয়ে-মধুচন্দ্রিমা এসব কারণে দীর্ঘদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এবার মধুচন্দ্রিমা শেষে শুটিংয়ে ফিরলেন কিয়ারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি থেকে তেমনটিই বোঝা যাচ্ছে। মেকআপ নেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন— ২৫ ফেব্রুয়ারি ফের কাজে ফিরলাম।
কোন ছবির শুটিংয়ের জন্য মেকআপ নিচ্ছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি কিয়ারা। এ মুহূর্তে কিয়ারার হাতে দুটি ছবি রয়েছে। কার্তিক আরিয়ানের বিপরীতে ‘সত্য প্রেম কথা’ ও রাম চরণের সঙ্গে পরিচালক এস শঙ্করের ‘আরসি ১৫’।

গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় রাজপ্রাসাদে সিদ্ধার্থের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন কিয়ারা। হিন্দু রীতি মেনে বিয়ের পাশাপাশি দিল্লিতে বন্ধুবান্ধবদের জন্য মুম্বাইতে বলিউডের তারকাদের জন্য দুটি রিসেপশনেরও আয়োজন করেছিলেন তারকা জুটি। ওই রিসেপশন শেষেই মধুচন্দ্রিমা যাপনের জন্য উড়ে গিয়েছিলেন বিদেশে। 

গত ২১ ফেব্রুয়ারি মুম্বাই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছিলেন দুজনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন