ভালো পারফর্ম করেও বাদ পড়লেন লামিচানে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৯
মামলার খড়গ থেকে সাময়িকভাবে মুক্তি পেয়েছিলেন নেপালী ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। এরপর তিনি জাতীয় দলের হয়েও খেলেছেন। তবে কলঙ্কজনক এক ঘটনায় জেল খাটার প্রভাব তার খেলায় ছিল না বললেই চলে! ৪ ম্যাচে তিনি নিয়েছেন ১৩ উইকেট। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে সবকটি ম্যাচেই নেপাল জয় পেয়েছে। কিন্তু এমন পারফর্ম করেও এবার দল থেকে বাদ পড়েছেন লামিচানে। কারণ, জেলমুক্তির সময় তাকে দেশের বাইরে না যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল।
আগামী সোমবার থেকে দুবাইয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ত্রিদেশীয় সিরিজ। এতে নেপাল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি অংশ নেবে। এই সিরিজকে সামনে রেখে শনিবার ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন)। কিন্তু দেশের বাইরে খেলার অনুমতি না থাকায় সেই স্কোয়াডে রাখা হয়নি লেগ-স্পিনার লামিচানেকে।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট তারকা
- বাদ পড়া