কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বান্ধবীকে ফোন’: মন্ডু কেটে, হৃদপিণ্ড বের করে বন্ধুকে হত্যার পর যুবকের আত্মসমর্পণ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩০

বান্ধবীকে এসএমএস ও ফোন করার কারণে তার বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের ওপর। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তাঁর বন্ধুর শিরশ্ছেদ করেছে। এ ছাড়া হৃৎপিণ্ড, গোপনাঙ্গ ও আঙুল কেটে ফেলেছে। পরে অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। খবর এনডিটিভি।


পুলিশ অভিযুক্তের বক্তব্যের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।



পুলিশ জানিয়েছে, নবীন ও হরিহরা কৃষ্ণ নামের দুজন বন্ধু দিলসুখনগর কলেজে একসঙ্গে মাধ্যমিক শেষ করেন। যে মেয়েকে নিয়ে তাদের মধ্যে ঝামেলা সে একই কলেজের শিক্ষার্থী। দুজনেই মেয়েটির প্রেমে পড়েছিল। তবে নবীন প্রথমে ওই মেয়ের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করে এবং মেয়েটি তাঁর প্রস্তাব গ্রহণ করে। কয়েক বছর পরে দুজনের বিচ্ছেদ হয় এবং মেয়েটি হরিহর কৃষ্ণের সঙ্গে সম্পর্কে জড়ান।


এদিকে, বিচ্ছেদ হওয়া সত্ত্বেও নবীন ওই মেয়েটির সঙ্গে যোগাযোগে করতে থাকে। ক্রমাগত তাকে টেক্সট এবং কল করতে থাকে, এতে বিরক্ত হয় কৃষ্ণ। অভিযুক্ত কৃষ্ণ তিন মাসেরও বেশি সময় অপেক্ষা করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও