You have reached your daily news limit

Please log in to continue


যত্নে থাকুক বই

বই পড়তে অনেকেই ভালোবাসেন। তারা বই সংগ্রহও করেন। এ কারণে কারও কারও বাড়িতে বইয়ের সেলফ বা র‍্যাক চোখে পড়ে। যেখানে থরে থরে সাজানো থাকে একাধিক বই।

কিন্তু সঠিকভাবে যত্ন না নিলে সাজানো বইগুলোও ভালো থাকে না। মাঝেমধ্যে বইয়ের যত্ন নেওয়া প্রয়োজন। তাহলেই আপনার শখের বইগুলো দীর্ঘ দিন ঠিক থাকবে।

কীভাবে বইয়ের যত্ন নেবেন একনজরে দেখে নিন সহজ কিছু টিপস।

১. শুয়ে শুয়ে বই না পড়াই ভালো। কারণ ভারী বাঁধানো বইয়ের ক্ষেত্রে শুয়ে বই পড়তে বইয়ের উপর চাপ পড়ে , তাতে সেই বাঁধাই নষ্ট হয়ে যেতে পারে।

২. নিয়মিতভাবে বইয়ের তাক বা র‍্যাক পরিষ্কার করতে হবে।

৩. বইয়ের তাকে অবশ্যই ন্যাপথলিন জাতীয় জিনিস দিয়ে রাখুন। তাহলে বইয়ের মধ্যে কখনও পোকা আসবে না। সপ্তাহে অন্তত একদিন বইয়ের তাক পরিষ্কার করতে হবে। ধুলা ঝেড়ে পরিষ্কার রাখা প্রয়োজন।

৪. অগোছালো করে বই না রেখে বরং সুন্দর করে গুছিয়ে রাখা প্রয়োজন। এর ফলে বইয়ের তাক দেখতেও ভালো লাগে এবং বইয়ের যত্নও হয়।

৫. বই পড়ার সময় বুকমার্ক ব্যবহার করুন। বইয়ের মধ্যে লেখালিখি করা কিংবা দাগ দেওয়া ভালো অভ্যাস নয়। বইয়ের পাতা মুড়ে রাখলে কম সময়ে বই নষ্ট হতে পারে।

৬. পুরনো দিনের বাড়ি হলে বই রাখার তাক বা র‍্যাক সম্ভব হলে নতুন করে বানিয়ে নিন। তা না হলে বিভিন্ন পোকা, দেওয়ালের স্যাঁতস্যাঁতে ভাব থেকে বই কম সময়েই নষ্ট হতে পারে।

৭. বইয়ের উপর ভর দিয়ে পড়লে খুব সহজে বাইন্ডিং নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মোটা বাঁধাই করা বইয়ের ক্ষেত্রে এমন হওয়াটা স্বাভাবিক। তাই এই অভ্যাস ত্যাগ করাই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন