কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচনে আওয়ামী লীগ আন্দোলনে বিএনপি

যুগান্তর প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৬

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। ভোটের বছরে রাজপথ দখলে রাখতে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। যদিও দল দুটির লক্ষ্য ভিন্ন। নির্বাচন ঘিরেই পুরোপুরি মনোযোগ ক্ষমতাসীনদের।



এ লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন তারা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃণমূল সফর অনেকটাই রূপ পাচ্ছে নির্বাচনি জনসভায়। তিনি নিজেও ভোট চাইছেন নৌকা মার্কায়। দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত লেগেছে ভোটের হাওয়া। সভা-সমাবেশ থেকে শুরু করে তাদের প্রতিটি কর্মকাণ্ডই থাকছে নির্বাচনি আবহ। 


আওয়ামী লীগ যখন নির্বাচনি প্রচারে ঠিক সেই সময় সরকার পতনের কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। আপাতত দলটির ভাবনায় শুধুই সরকারবিরোধী আন্দোলন। দাবি আদায়ে তৈরি করা হচ্ছে আন্দোলনের রোডম্যাপ। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যে কোনো মুহূর্তে যেন অলআউট মাঠে নামতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও