জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া
উপস্থাপনা দিয়েই দেশের মিডিয়ায় পরিচিতি বাড়ে নুসরাত ফারিয়ার। সিনেমায় নিয়মিত হওয়ার পর থেকে উপস্থাপনায় তেমন একটা দেখা যায় না তাঁকে। তবে বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে মাঝে মাঝে পুরোনো পরিচয়ে দেখা দেন ফারিয়া। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে তাঁকে।
আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবার ২৭টি বিভাগে ৩৪টি পুরস্কার দেওয়া হবে। সেই অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন ফারিয়া। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে তিনবার নাচে অংশ নিয়েছিলেন তিনি। এবারই প্রথম তিনি এ মঞ্চে উপস্থাপনা করতে যাচ্ছেন।
নুসরাত ফারিয়া বলেন, ‘এর আগে তিনবার পারফরম্যান্স করেছি। নাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এবারের বিষয়টা ভিন্ন। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু নার্ভাস তো লাগছেই। তবে এটাও সত্যি যে উপস্থাপনা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। আমার কাছে কাজটি ভীষণ চ্যালেঞ্জিং বলেই মনে হয়।’