‘এক কেজি ব্রয়লার মুরগির দাম ২৫০ ট্যাকা! জীবনে এমন দেহি নাই’
গাজীপুর শহরের জয়দেবপুর কাঁচাবাজারের মুদিদোকানি মো. ইউসুফ। প্রায় ৯ বছর বাজারে ব্যবসা করছেন তিনি। চাল, ডাল, তেল, আটাসহ প্রায় সব নিত্যপণ্যই পাওয়া যায় তাঁর দোকানে। তিনি ছাড়াও দোকানে কর্মচারী আছে একজন। প্রতিদিন সকাল ৯টায় দোকান খোলেন। বেচাবিক্রি চলে গভীর রাত পর্যন্ত।
সম্প্রতি দোকানটিতে গিয়ে তেমন কোনো ক্রেতা পাওয়া গেল না। ইউসুফ ও তাঁর কর্মচারী মো. আলী বসে আছেন অনেকটা অলস। অনেকক্ষণ পরপর দুই-একজন ক্রেতা আসছেন। তবে সেভাবে পণ্য বিক্রি হচ্ছে না। দর-কষাকষি করছেন, নয়তো ফিরে যাচ্ছেন পণ্য না কিনেই। আবার কেউবা ঠেকায় পড়ে কিনছেন প্রয়োজনের অর্ধেক অথবা তারও কম। তাই ঢিলেঢালা সময় যাচ্ছিল তাঁদের।
কিছু সময়ের জন্য কথা হয় ইউসুফের সঙ্গে। তিনি বলছিলেন, বিগত ৯ বছরের ব্যবসাজীবনে কখনো এমন ‘হার্ড টাইম’ (কঠিন সময়) পার করেননি তিনি। প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। কোনো পণ্যে একঠেলায় বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এসব কারণে দোকানে ক্রেতা নেই। কিছু ক্রেতা এলেও দাম শুনে ‘ভয়’ পাচ্ছেন। কেউ কেউ দর-কষাকষি করে পণ্য না কিনেই চলে যাচ্ছেন। এসব কারণে বেচাবিক্রি নেমে এসেছে অর্ধেকে। হিমশিম খেতে হচ্ছে দোকানভাড়া, বাড়িভাড়াসহ সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে।