বাবর না কোহলি, কাকে এগিয়ে রাখলেন মিলার
ক্রিকেটে দৃষ্টিনন্দন ব্যাটিং বলতে যা বুঝায় তার উজ্জ্বল দৃষ্টান্ত বিরাট কোহলি ও বাবর আজম। তর্কসাপেক্ষে দুজনকে নিয়ে অনেকেই বাজি ধরেন। কারও চোখে ভারতীয় ব্যাটার আবার কেউ বলছেন পাকিস্তানের অধিনায়ক এগিয়ে। তবে রেকর্ড গড়া এবং ক্রিকেটে আগমনের দিক থেকে কোহলিই সিনিয়র। সেই পথে ধারাবাহিকভাবে এগোচ্ছেন বাবরও। দুজনের নজরকাড়া সব শটে যেন সৌন্দর্য লুটোপুটি খায়। এবার এই দুজনের মধ্যে সেরা বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার।
বর্তমান ক্রিকেট বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দেশের দুজন ব্যাটিংয়ে রাজত্ব করছেন। ভক্তরাও কে কার চেয়ে কতটা এগিয়ে তা নিয়ে মশগুল থাকতে দেখা যায়। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন মিলার। তার মতে, বাবরই কোহলির চেয়ে এগিয়ে!
ক্রিকইনফো মিলারকে প্রশ্ন করেছিল কভার ড্রাইভে কাকে এগিয়ে রাখবেন? জবাবে বাঁ-হাতি এই ব্যাটারের সোজাসাপ্টা উত্তর, ‘আমি এই ক্ষেত্রে বাবরকেই এগিয়ে রাখতে চাই।’