পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত। বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার মামলায় তাঁর বিরুদ্ধে গতকাল শুক্রবার এই পরোয়ানা জারি করা হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রানা জাহিদ এ পরোয়ানা জারি করেছেন।
গত বছরের আগস্টে সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছিল। প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, ২০২১ সালের ১৫ এপ্রিল এবং ২০২২ সালের ২৯ জানুয়ারি রানা সানাউল্লাহ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় পাঞ্জাবের পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছেন। শুক্রবার গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত মামলাটি গ্রহণ করেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। বিচারক প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন এবং গুজরাটের এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৭ মার্চ মন্ত্রীকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।