You have reached your daily news limit

Please log in to continue


‘কঠোর আন্দোলনের বিকল্প নেই’

দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য কঠোর আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।শনিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সভায় তিনি এ মন্তব্য করেন।মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

চাল, ডাল, আটা ও তেলসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় মানুষগুলো এখন আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, আগামী দিনে এ সরকারের বিদায় হবে, নিরপেক্ষ সরকার হবে, দেশের মানুষ মুক্তি পাবে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না। দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি মাঠে আছে, আগামীতেও থাকবে।

আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পতন করা হবে। পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, সদস্যসচিব বায়েজিত হোসেন পলাশ, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপি নেতা মামুনুর রহমান রিপন প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন