কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারত-পাকিস্তানের যে প্রেমের গল্প শেষ হল কারাগারে

ঢাকা পোষ্ট ভারত প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪১

চলতি বছর জানুয়ারি মাসে এক পাকিস্তানি নারীকে ভারতে অবৈধভাবে প্রবেশ এবং তাকে জাল পরিচয়পত্র পেতে সহায়তা করায় মুলায়াম সিং যাদব এক ভারতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের পুলিশ। যাদব যাকে সহায়তা করেছেন, তিনি সম্পর্কে তার স্ত্রী ছিলেন।


ভারতের ২১ বছর বয়সী মুলায়াম সিং যাদব এবং পাকিস্তানের ১৯ বছর বয়সী ইকরা জিওয়ানির প্রথম পরিচয় হয় তিন বছর আগে। বোর্ড গেম লুডো খেলার সূত্রে অনলাইনে বন্ধুত্ব হয় দুজনের মধ্যে। সেখান থেকেই এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। দু’জনই অবশ্য জানতেন যে তাদের একসঙ্গে থাকা অনেক কঠিন হবে।



ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক বেশ ভঙ্গুর – ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হয়। এই দুই প্রতিবেশী দেশ ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত তিনটি যুদ্ধ করেছে।


এমন পরিস্থিতিতে প্রতিবেশী এই দু’দেশের মানুষ একে অপরের দেশে ভ্রমণ করতে গেলে তাদের ভিসা পাওয়া জটিল হয়ে পড়ে।


তাই গত সেপ্টেম্বরে মুলায়াম ও ইকরা নেপালে ভ্রমণে যান, সেখানে তারা বিয়ে করেন। তারপর নেপাল থেকে তারা ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরে গিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও