ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেলে কী হয়?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১০
বাঙালির খাবারের তালিকা এত দীর্ঘ যে লিখে শেষ করা মুশকিল। সেসব খাবার আবার স্বাদেও অনন্য। বেশিরভাগ বাঙালিই জমিয়ে খেতে ভালোবাসেন। ভাতের সঙ্গে মাছ, মাংস, ভর্তা, ভাজি, ডাল যত পদই থাকুক সঙ্গে একটি অথবা দু’টি কাঁচা মরিচ না থাকলে যেন ঠিক স্বাদ লাগে না।
ভাতের সঙ্গে কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস আপনারও আছে কি? আপনি কি জানেন এই অভ্যাস ভালো নাকি খারাপ? ভয় পাওয়ার কারণ নেই, কাঁচা মরিচ খাওয়ার এই অভ্যাস যথেষ্ট উপকারী। কাঁচা মরিচে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীর থেকে বিভিন্ন অসুখ দূরে রাখে। সেইসঙ্গে শরীরে জমে থাকা বাড়তি মেদ ঝরাতেও কাজ করে এটি। চলুন জেনে নেওয়া যাক আরও কিছু উপকারিতা-
- ট্যাগ:
- লাইফ
- কাঁচা মরিচ
- ভাত খাওয়ার টিপস