![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252F8529a8db-71cd-4669-b818-b6fe72b6956c%252Fcc1e7775-c9a2-4dc6-ac9c-81fbc4bcf926.jpg%3Frect%3D0%252C85%252C1200%252C630%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বিট–বাইট
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২
পোস্ট করা ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের কাছে এ জনপ্রিয়তা ধরে রাখতে এবার নিজেদের অগমেনটেড রিয়েলিটির (এআর) লেন্স ফিল্টারে অডিও রিকমেন্ডেশন টুল চালু করেছে তরুণ প্রজন্মের কাছে বাত৴া আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপটি।
নতুন টুলটি নির্মাতাদের ছবি ও ভিডিওর বিষয় পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অডিও ক্লিপ ব্যবহারের পরামর্শ দেবে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন গান বা সুর যুক্ত করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, লেন্স ফিল্টার কাজে লাগিয়ে ছবিতে থাকা চেহারা পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কৃত্রিম আবহ তৈরি করা যায়। নতুন এ সুবিধা চালু হলে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।