কানাডিয়ান উদ্যাক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪০

কানাডিয়ান উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার হারজিৎ এস সজ্জন। এ সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।


পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। এগ্রো-প্রসেসিং শিল্পসহ যেকোনো সেক্টরে কানাডিয়ান বিনিয়োগকারীরা এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে।


তিনি বলেন, স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি তার সরকার প্রক্রিয়াতকৃত খাদ্য রপ্তানি করতে এগ্রো-প্র্রসেসিং শিল্পের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।


আয়তনে ছোট বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত খাদ্য দিয়ে অন্য দেশকে সহায়তা করার জন্য সরকার ছোট জায়গায় ফসলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।  


তিনি বলেন, অধিক উৎপাদনশীল বিভিন্ন ফসলের জাত উন্নয়নে বাংলাদেশি বিজ্ঞানীরা খুবই সফল।


শেখ হাসিনা বলেন, একসময় দেশের বড় একটা অংশ অনাবাদি থাকতো, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। লবণাক্ত সহিষ্ণু, খরা-সহিষ্ণু এবং জলমগ্ন সহিষ্ণু জাত উদ্ভাবনের মাধ্যমে সেগুলো চাষের আওতায় আনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও