You have reached your daily news limit

Please log in to continue


পঞ্চম শিল্প বিপ্লবে প্রোগ্রামিং ছাড়া টিকে থাকা অসম্ভব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, পঞ্চম শিল্প বিপ্লবের এ যুগে আমাদেরে টিকে থাকতে হলে অবশ্যই প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান অর্জন করতে হবে। প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান ছাড়া পঞ্চম শিল্প বিপ্লবে টিকে থাকা অসম্ভব।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে প্রস্পেক্ট অব ডাটা সাইন্স শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, প্রোগ্রামিং ছাড়া ডাটা সাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সাইবার সিকিউরিটি সম্ভব না। এগুলো সবগুলোকে প্রোগ্রামিং গাইড করে।  

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি আবিষ্কার করেছে এবং মানুষ যাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো মানবিকতার সঙ্গে সহজভাবে ব্যবহার করতে পারে সেজন্য আমাদের সামনে পঞ্চম শিল্প বিপ্লব উপস্থিত।

মাহফুজুল ইসলাম বলেন, বাংলাদেশে আমরা এখনও গ্লোবাল বিগ ডাটাগুলো তৈরি করতে পারিনি। আমরা গুগল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি প্রতিষ্ঠানের কাছে এখনও জিম্মি। আমাদের দ্রুততম সময়ের মধ্যে বিগ ডাটা তৈরির উদ্যোগ নিতে হবে এবং সেটা এখনি নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন