উদ্ভট পোশাক পরাই যাঁর নেশা

প্রথম আলো প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩২

পেশায় সংগীতশিল্পী, জনপ্রিয়ও বটে। নামের পাশে আছে গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘গ্লোরিয়া’ও হিট। এরপরও গানের খবরে তাঁর নাম যতটা না পত্রপত্রিকায় আসে, তার চেয়ে ঢের বেশি আসে অদ্ভুত সব পোশাক পরার কারণে। ব্রিটিশ গায়ক স্যাম স্মিথের কথাই বলছি। সংগীতাঙ্গনে অদ্ভুত পোশাক পরাকে ট্রেন্ডে পরিণত করেছেন তিনি। তাঁর অদ্ভুত পোশাকগুলো দেখে নেওয়া যাক একনজরে।



  • ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো হাই হিলে দেখা যায় এই গায়ককে। গুচির তৈরি হাই হিলের সঙ্গে ছিল কালো স্যুট। ব্রিটিশ তারকার বাকি পোশাকের তুলনায় এটাকে স্বাভাবিকই বলা চলে।

  • দ্য সার্পেন্টাইন গ্যালারির আমন্ত্রণে এই ব্রিটিশ গায়ক হাজির হয়েছিলেন লেসের আন্ডারশার্ট পরে। সঙ্গে ছিল সাদা ব্লেজার, কালো ট্রাউজার ও কালো বুট।

  • ২০২২ সালের ডিসেম্বরে ‘আইহার্টরেডিও মিউজিক ফেস্টিভ্যালে’ রুপালি এক জাম্পস্যুটে হাজির হয়েছিলেন স্যাম স্মিথ। চুমকির কাজ করা পোশাকটা নজর কেড়েছিল সবার।

  • ম্যাক্সি পরে স্যাম আরেক দফায় তাক লাগান ২০২৩ সালের জানুয়ারিতে। জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’তে ব্রিটিশ ফ্যানহাউস আর সুইডারের নকশা করা কালো ম্যাক্সি পরে হাজির হন তিনি। সঙ্গে ছিল কালো টাই।

  • আমেরিকান টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এ ‘ওভারসাইজ’ গোলাপি গাউন পরে আরেক দফা সবার নজর কাড়েন স্যাম স্মিথ।

  • ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য তাঁর প্রস্তুতিই ছিল আলাদা। আপাদমস্তক লালে ঢাকা ছিলেন তিনি। লাল টুপি, লাল গ্লাভস, লাল লাঠির সঙ্গে লাল ওভারসাইজ গাউন। মোটকথা গ্র্যামির লালগালিচা আরও লালে লাল হয়ে উঠেছিল স্যামের কল্যাণে। পোশাকটা তৈরি করেছিল ভ্যালেন্টিনো।

  • ২০২৩ সালের ব্রিট অ্যাওয়ার্ডে পরা স্যামের পোশাক ছাড়িয়ে গেছে আগের সব কিছুকে। সেখানে আবির্ভূত হয়েছিলেন কালো লেটেক্সের তৈরি স্যুট পরে। পোশাকটার পায়ের ও হাতের অংশ ছিল অস্বাভাবিক রকম ফোলা; যা শুধু মানুষের নজরই কাড়েনি, সামাজিক যোগাযোগমাধ্যমে স্যাম স্মিথ হয়েছেন হাসির পাত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত