তবুও মানুষ বই ভালোবাসুক
কথাসাহিত্যিক জাকির তালুকদার। ফেসবুকে স্ট্যাটাস দেন। লেখা ছিল—‘হাসান আজিজুল হক কথা প্রসঙ্গে বলেছিলেন—বইমেলা দুই ভাগে ভাগ করে দিক। ২৩ দিন সেলিব্রেটি লেখক আর সব সেক্টরের সেলিব্রেটিদের জন্য থাকুক। থাকুক মন্ত্রী, এমপি, ধনী ব্যবসায়ী, তাদের স্ত্রী-সন্তানদের জন্য। থাকুক মৌসুমী লেখক-কবিদের জন্য।
আর মাত্র ৫টি দিন থাকুক লেখালেখি যাদের জীবনের ব্রত, এমন লেখক-কবিদের জন্য। এই পাঁচদিন হয়তো দর্শকের বদলে মাছি থাকবে মেলার মাঠে। তবে ভালো বইগুলো অন্তত আবর্জনার চাপে ঢাকা পড়ে থাকবে না।’
অমর একুশে বইমেলার কেটে গেছে অর্ধেকের বেশি সময়। প্রথম দিকে কিছুটা ফাঁকা ফাঁকা থাকলেও এখন পুরোদমে জমে উঠেছে মেলা। প্রায় প্রতিদিন এখন মেলার মাঠ মুখর থাকছে পাঠক দর্শনার্থীর আগমনে।
মেলায় প্রতিদিন প্রকাশ হচ্ছে অনেক বই। কিছুক্ষণ পরপর বাংলা একাডেমির ঘোষণা মঞ্চ থেকে জানানো হচ্ছে নব প্রকাশিত বইয়ের তথ্য। প্রতি বছরই ঘুরে ফিরে একটা প্রশ্ন আসে—এত এত বইয়ের মধ্যে ভালো বই কয়টা?
- ট্যাগ:
- মতামত
- বই পড়া
- একুশে বইমেলা