প্রথমার্ধে এগিয়ে থেকেও কাজের কাজ হলো না বার্সেলোনার। নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড।
শেষ পর্যন্ত হারকে সঙ্গী করে ইউরোপা লিগ থেকে বিদায়ই নিতে হলো জাভি হার্নান্দেজের দলকে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফের ফিরতি লেগে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। রবার্ট লেওয়ানডোস্কির সফল স্পট কিকে এগিয়ে যাওয়া দলটি এরপর দুই গোল হজম করে। ফলে ৪-৩ অগ্রগামিতায় টিকে থাকলো ম্যানইউ। গত সপ্তাহে ন্যু ক্যাম্পে দুই দলের প্রথম লড়াই ২-২ গোলে ড্র হয়েছিল।