![](https://media.priyo.com/img/500x/https://i.ibb.co/LtdQxx2/bdnews24-2023-02-0dfe075d-4d85-4daa-8fd9-c33bdbc75249-bma-bhaban-230223-07.jpg)
রোগ নির্ণয়ের পরীক্ষায়ও ‘ডলার সংকটের চাপ’
কোনো দাতার কাছ থেকে রক্ত নেওয়ার আগে তা রোগমুক্ত কি না, তা নিশ্চিত হতে পাঁচটি পরীক্ষা করা হয়। সেগুলো হল- হেপাইটাইটিস বি, হেপাইটাইটিস সি, এইচআইভি, ম্যালেরিয়া, সিফিলিস।
এই পরীক্ষাগুলোর জন্য যে রিএজেন্ট দরকার, তা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তবে এখন সেই সরবরাহ পাচ্ছেন না বলে জানিয়েছেন ইনস্টিটিউটের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার ব্লাড ব্যাগ ছাড়া কিছুই দেওয়া হয়নি আমাদের। কখনও শুনি ইমপোর্টার (আমদানিকারক) আনতে পারেনি বা যে দামে টেন্ডার ড্রপ করেছিলেন, সেই দামে এখন দিতে পারবেন না বলে দিচ্ছেন না।”
একই পরিস্থিতির কথা জানালেন দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ইনচার্জ রকিবুল ইসলাম।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- রোগ নির্ণয়
- ডলার সংকট