কীভাবে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন?
চোখ ফেরানো যায় না
প্রেমে পড়লে আপনি চোখের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন
এ নিয়ে আছে কত কবিতা-গান! ‘ও চোখে চোখ পড়েছে যখনি, তুমি হলে মনের রানি।’ শুনে মনে হয়, যত সব বাজে কথা। আসলে কিন্তু সত্যি! প্রেমে পড়লে আপনি চোখের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। দুচোখ কেবলই তাকিয়ে থাকবে তাঁর দিকে।
সময় কাটানোর ফন্দি-ফিকির
আপনি যখন কারও সঙ্গ উপভোগ করতে শুরু করেন, মস্তিষ্ক চেষ্টা করে তাঁর সঙ্গে আরও বেশি সময় কাটানোর অজুহাত বের করতে। দেখবেন, তাঁর সঙ্গে সময় কাটানোর নানা ফিকির মাথায় আসতে শুরু করেছে। হয়তো আপনি একদমই নাচতে পছন্দ করেন না, অথচ তাঁর দেখাদেখি সালসার ক্লাশে ভর্তি হয়ে গেলেন!
উল্টো ভালো লাগা!
কাজটা অন্য কেউ করলে ভীষণ বিরক্ত হতেন। হয়তো রেগেমেগে কিছু বলেই বসতেন। অথচ সে করায় আপনার চোখেই লাগল না। এমনকি বিষয়টা আপনার কাছে খানিকটা মিষ্টিই লাগল। এমনটা কেবল প্রেমেই হয়। বিশেষ করে শুরুর দিনগুলোতে।
- ট্যাগ:
- লাইফ
- প্রেমের লক্ষণ
- প্রেমের সম্পর্ক