![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252Fc8a19a4a-69fa-482a-9d58-8d0236dcdbaa%252FInstagram_reuters.jpg%3Frect%3D0%252C14%252C284%252C149%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ইনস্টাগ্রামে নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১
সহজে ছবি ও ভিডিও পাঠানোর পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ইনস্টাগ্রাম। তবে গুরুত্বপূর্ণ কাজের সময় ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নোটিফিকেশন এলে মনোযোগে সমস্যা হয়।
শুধু তা-ই নয়, একসঙ্গে একাধিক নোটিফিকেশন আসতে থাকলে বিরক্তও হন অনেকে। তবে চাইলেই ইনস্টাগ্রামের কোয়াইট মোড চালু করে নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ রাখা যায়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইন্সটাগ্রাম
- নতুন নোটিফিকেশন