কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেটালেন, বঁটি নিয়ে তেড়ে এলেন, পরে বললেন, ‘মহুয়া আমার ছোট বোন’

প্রথম আলো ইডেন মহিলা কলেজ প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৬

রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রীনিবাসে আসন দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় এক ছাত্রীকে নির্যাতন করেছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি রোকসানা আক্তার। এর দুই দিন পর তিনি সেই ছাত্রীকে ছোট বোন উল্লেখ করে বলেছেন, ‘মহুয়াকে পেটানো হয়নি, কথা-কাটাকাটি হয়েছিল।’


রোকসানা আক্তার আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর কাছে দাবি করেন, ঘটনা মিটমাট হয়ে গেছে। তিনি বলেন, ‘তাঁর (মহুয়া আক্তার) সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল, কথা-কাটাকাটি হয়েছিল। পরে আমাদের ছাত্রীনিবাসের সুপার আমাদের সঙ্গে কথা বলেছেন। কোনো মারধরের ঘটনা ঘটেনি। স্টাম্প দিয়ে পেটানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে নিয়েছি।’


তবে মহুয়াকে মারধর করার যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে, সে কথা উল্লেখ করলে বিষয়টি এড়িয়ে যান রোকসানা।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ইডেন কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের পঞ্চম তলার একটি কক্ষে আসন দেওয়াকে কেন্দ্র করে মহুয়াকে নির্যাতন করেন রোকসানা। এ ঘটনার ভিডিও ফুটেজ প্রথম আলোর কাছে রয়েছে। ওই ঘটনা নিয়ে এক লিখিত বিবরণে পঞ্চম তলার আরও কয়েকজন ছাত্রী রোকসানার বিরুদ্ধে তাঁদের হুমকি দেওয়াসহ নানা অভিযোগ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও