You have reached your daily news limit

Please log in to continue


বাফুফে ভবনে আর্জেন্টাইন কুটনীতিক

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফেরো বাংলাদেশে আসবেন আগামী ২৭ ফেব্রুয়ারি। তার সফর উপলক্ষে আজ (২৩ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফ্রাঙ্কো স্যানিলিয়ানি এবং দূতাবাসের আরেক কর্মকর্তা জুয়ান গার্সিয়া বাফুফে ভবনে এসেছিলেন।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কাফেরো বাংলাদেশ সফরকালে বাফুফে পরিদর্শনের কথা রয়েছে। একইসাথে ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন এবং অন্যান্যদের সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে। পরাষ্ট্রমন্ত্রী আসার আগে আজ আর্জেন্টিনার এই দুই কূটনীতিক বাফুফে ভবনে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংক্ষিপ্ত এক বক্তব্যে আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফ্রাঙ্কো বলেন, ‘আসন্ন সফর নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। বাংলাদেশকে সম্মান জানাতেই আমরা আজ এখানে এসেছি। এখানে লোকাল খেলোয়াড়দের আজ আমরা দেখেছি। কূটনীতিক হিসেবে আমার এমন অভিজ্ঞতা এই প্রথম। আশা করি আগামী সফর ফলপ্রসূ হবে দুই পক্ষের জন্যই। বিশ্বকাপে বাংলাদেশের মানুষ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন