You have reached your daily news limit

Please log in to continue


মাথার উপরে স্ত্রীর অভিযোগের পাহাড়, অবশেষে মুখ খুললেন নওয়াজ়

ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপটার মধ্য দিয়ে যাচ্ছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। নতুন বছরের শুরু থেকেই একের পর এক অশান্তি লেগেই রয়েছে বলিউড অভিনেতার জীবনে। প্রতারণা থেকে গার্হস্থ্য হিংসা, অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্ত্রী আলিয়া সিদ্দিকি। এমনকি, তাঁর দ্বিতীয় সন্তানকে স্বীকার করতেও নারাজ নওয়াজ় এবং তাঁর পরিবার, অভিযোগ আলিয়ার। নওয়াজ় ও আলিয়ার দাম্পত্য কলহের জল গড়িয়েছে আদালতেও। এক অপরের বিরুদ্ধে মামলা লড়ছেন স্বামী-স্ত্রী। এই অবস্থায় এই প্রথম ক্যামেরার সামনে মুখ খুললেন ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেতা। জানালেন, এই অশান্তির জেরে তাঁর সন্তানদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।

দাম্পত্য কলহ নিয়ে চর্চার কেন্দ্রে থাকলেও কখনও সেই বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়েছেন স্ত্রী আলিয়া। তাঁকে খেতে না দেওয়া এবং শৌচাগার ব্যবহার না করতে দেওয়ার অভিযোগ করেন আলিয়া। এমনকি, আলিয়া দাবি করেন, তাঁকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। শুধু নওয়াজ় নন, অভিনেতার গোটা পরিবারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ দায়ের করেন নওয়াজ়ের স্ত্রী। নওয়াজ়ের মা তাঁর ও নওয়াজের দ্বিতীয় সন্তানকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন, এই অভিযোগ তুলে সন্তানের পিতৃত্ব পরীক্ষার জন্য আদালতের দ্বারস্থ হন আলিয়া। শুধু আলিয়াই নন, নওয়াজ়ের বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর পরিচারিকাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন