চীনে কয়লা খনি ধসে নিহত ৪, নিখোঁজ ৪৯

বিডি নিউজ ২৪ চীন প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫১

চীনের আন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি কয়লা খনি ধসে অন্তত ৪ জন নিহত, ৬ জন আহত ও ৪৯ জন নিখোঁজ রয়েছেন।


ভূমিধসের কারণে উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


শিনজিং কোল মাইনিং কোম্পানির পরিচালনাধীন আলক্সা লিগের একটি উন্মুক্ত কয়লা খনিতে বুধবার ধসের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযানের নির্দেশ দেন বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।   


শি বলেছেন, “নিখোঁজদের উদ্ধারে ও আহতদের চিকিৎসায় আমাদের সম্ভাব্য সব উপায় ব্যবহার করতে হবে।”  


কিন্তু বুধবার সন্ধ্যায় ভূমিধসের পর তল্লাশি অভিযান স্থগিত করা হয় এবং বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ফের শুরু হয়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও