সেঞ্চুরি করা রিজওয়ানকে স্বেচ্ছায় আউট হতে বলা হয়েছিল
প্রথম আলো
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২
১৭ বলে ১৬, ৩২ বলে ৩৫ কিংবা ৪৩ বলে ৫১—গতকাল ফিফটি করা পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের ইনিংসের টাইমলাইন এটি। এই টাইমলাইনকে কী টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং বলা যায়? হয়তো না।
বিশেষ করে যখন একই দলে থাকবেন কাইরন পোলার্ড, ডেভিড মিলার ও কার্লোস ব্রাফেটের মতো ব্যাটসম্যানরা। ধারাভাষ্যকার সাইমন ডুলও এসব ইঙ্গিত করেই কথাটা বলেছিলেন। মন্থর ব্যাটিংয়ের কারণে রিজওয়ানকে স্বেচ্ছায় আউট হওয়ার কথা বলেছিলেন এই ধারাভাষ্যকার।
তবে মন্থরভাবে শুরু করা ইনিংসকে গতকাল নতুন রূপ দিয়েছিলেন রিজওয়ান। ৪২ বলে ফিফটি করা এই ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন ৬০ বলে, অর্থাৎ পরের ৫০ রান করেছেন মাত্র ১৮ বলে। রিজওয়ানের শেষ দিকের খুনে ব্যাটিংয়ে অবশ্য মন গলেনি সাইমন ডুলের।
- ট্যাগ:
- খেলা
- সেঞ্চুরি
- আউট
- মোহাম্মদ রিজওয়ান