মিনিমাল মেকআপ, ২০২৩ সালে কনেসাজে চলবে এই ধারা

প্রথম আলো প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০২

‘শাড়ি-গয়না কেনা শেষ। কোন পোশাকের সঙ্গে গায়ে উঠবে কোন গয়না, তাও ঠিক হয়ে গেছে। তবে বিশেষ দিনের পারফেক্ট লুকটা আনবে তো মেকআপ আর্টিস্ট। কনের মেকআপের ওপর অনেক কিছুই নির্ভর করে। বছর বছর বর-কনের পোশাকে যেমন নতুন কিছু যোগ হয় আর কিছু জিনিস বাদ পড়ে, সাজের ক্ষেত্রেও তা–ই। এবার যেমন নতুন কিছু বিষয় সাজে যুক্ত হচ্ছে, বাদও যাবে অনেক কিছু,’ বলছিলেন সাজের প্রতিষ্ঠান ‘স্প্লেন্ডর বাই আনিকা বুশরা’র প্রতিষ্ঠাতা সৈয়দা আনিকা বুশরা। জানালেন, বিয়ের আয়োজনে এখন অনেক অনুষ্ঠান থাকে। একেক অনুষ্ঠানে একেক ঘরানার লুক নিতে চান কনেরা।


কনের মেকআপে পরিবর্তন ও নতুনত্ব এসেছে। আনিকা বুশরা বলেন, ‘ইনার লাইন–আউটার লাইন তীক্ষ্ণ করে অনেকে ফক্স লাইন করতে পছন্দ করেন। এখন বিভিন্ন রঙের লাইনার ব্যবহৃত হচ্ছে। আগে যেমন ভাবা হতো, রঙিন চোখ করলে দেখতে খুব একটা ভালো লাগবে না। এখনকার কনেরা সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন। যদি কনে মনে করেন যে জমকালো সাজবেন না, তখন রুচিশীল রঙের মধ্যে আই মেকআপ করে, চিকন করে গ্লিটার লাইনার বা কালার লাইনার লাগিয়ে দিই। আগে যেখানে শুধু কালো রঙের কাজল ব্যবহৃত হতো, এখন নিচের চোখেও নীল-বেগুনি-গোলাপি বা হলুদ রং ব্যবহার করা হচ্ছে।’


নতুন প্রজন্মের কনেদের খুব নিরীক্ষাধর্মী উল্লেখ করে এই রূপবিশেষজ্ঞ বলেন, আগে খুব ম্যাট লিপস্টিক চলত, এখন দেখা যাচ্ছে অমব্রে লিপস্টিকের চল। সেটার ওপর হয়তো গ্লস দেওয়া হচ্ছে। চোখের মেকআপের ক্ষেত্রেও আগে গ্লিটারে লাল-নীল রং ব্যবহার করা হতো। এখন লাইল্যাক, লাইটার গোল্ডেন, প্যাস্টেল ব্লু, প্যাস্টেল গ্রিন ব্যবহার করা হচ্ছে। ‘আগে বউয়ের সাজে কখনো যা কল্পনাও করতে পারতাম না, এখন তা–ই করা হচ্ছে অনায়াসে,’ জানালেন একাধিক রূপবিশেষজ্ঞ। রূপবিশেষজ্ঞ সুলেখা বলেন, ‘দেখা যাচ্ছে, লাইনার করলাম, পরে চোখের নিচে তিনটি স্টোন বসিয়ে দিলাম। অনেক সময় চোখের পাতার পুরোটাজুড়ে ছোট ছোট স্টোন দিচ্ছি। আগে কনের সাজে যেটা ভাবাই যেত না।’


বিয়ের সাজের ক্ষেত্রে কনের চাওয়াকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত মনে করেন আনিকা, ‘ভ্রুর ক্ষেত্রেও এখন অনেক নতুনত্ব এসেছে। আগে ভ্রু শেপ করে আঁকতাম, এখন একটু ফেদারি ভ্রু পছন্দ করেন কনেরা। ওপরের দিকে ওঠানো আর হালকা হালকা স্ট্রোকস থাকবে, দেখলেই মনে হবে ন্যাচারাল। অনেকে বডি জুয়েলারি বানাচ্ছেন বা চুলের গয়না পরছেন নিজের মনমতো। তখন আমরা চেষ্টা করি মেকআপের সঙ্গে সেই অনুষঙ্গ মিলিয়ে দিতে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও