জনসমুদ্রে পরিণত হবে কোটালীপাড়ার জনসভা: শহীদ উল্লা খন্দকার
সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নির্ধারিত ওই জনসভাস্থল মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত এ প্রতিনিধি বলেন, শেখ হাসিনা কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর প্রাণের মানুষ। তাঁকে সবাই খুব ভালোবাসেন। তিনিও এ জনপদের মানুষদের অত্যন্ত ভালোবাসেন। এ জনপদের মানুষদের তিনি মাতৃস্নেহে আগলে রেখেছেন। শুধু কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীই নয়, পুরো জেলার মানুষ তাঁকে ভালোবাসে। আর তাই তিনি চারবার দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন।
কোটালীপাড়া-টুঙ্গিপাড়াসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে কয়েক লাখ লোক জনসভায় যোগ দেবেন বলে আশা রাখেন শহীদ উল্লা খন্দকার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিভাগসহ সবপর্যায়ে ব্যাপক উন্নয়ন করেছে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি। তাই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনার নির্দেশনা রয়েছে- দেশের চাষযোগ্য জমির এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। তাঁর এ নির্দেশে আমরা অনাবাদি সব জমি আবাদে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছি।