দিন শেষে পতনেই শেয়ারবাজার, লেনদেন তিনশ কোটির নিচে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৭
লেনদেনের শুরুতে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শেষ পর্যন্ত সূচকের পতন হয়েছে। একই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি কমেছে লেনদেনের গতি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে তিনশ কোটি টাকার নিচে চলে এসেছে। চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারের বাজার চিত্র এমনটিই।
এর আগে সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেও শেয়ারবাজারে দরপতন হয়। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কারণে শেয়ারবাজারে লেনদেন হয়নি। অর্থাৎ চলতি সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন দেখতে হলো বিনিয়োগকারীদের।