হার্নিয়ার উপসর্গগুলো কী?
দেশ রূপান্তর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৪
হার্নিয়া এখন একটি পরিচিত নাম। এটি এমন একটি অবস্থা যেখানে একটি অভ্যন্তরীণ অঙ্গ আপনার পেশীর একটি ক্ষীণ বিন্দু দ্বারা তৈরি একটি খোলার মাধ্যমে বাইরে ধাক্কা দেয়। অনেকেই মনে করেন, এই রোগ কেবল পুরুষদের হয়। আবার অনেকে ভেবে নেন, হার্নিয়া নিয়ে মাথা না ঘামালেও চলে। এত ভুল ভাবনার জন্য তারা সময়মতো চিকিৎসকের কাছে আসেন না। ফলে পরিস্থিতি জটিল হয়।
হার্নিয়া ঠিক কী?
একটি বালতির মধ্যে ফুটো হয়ে গেলে পানি বাইরে বেরিয়ে আসবে। হার্নিয়ার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়। পেটের পিছনের দিকে থাকে হাড়, সামনে রয়েছে পেশি। তার ভিতরে থাকে অন্ত্র, নালি, চর্বি ইত্যাদি। কিন্তু পেটের মধ্যে কোথাও ফুটো হয়ে গেলে এই ভিতরের পদার্থগুলো বাইরে বেরিয়ে আসতে চাইবে। একেই হার্নিয়া বলে।