ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রত্যাহার চায় রাশিয়া
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়েই দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে মস্কোর মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে ইউক্রেনের সেনাদের যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার অভিযোগে তলব করা হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক উপকরণ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের উচিত মার্কিন-ন্যাটো সৈন্য ও সরঞ্জাম প্রত্যাহার নিশ্চিতের পদক্ষেপ নেওয়া।