You have reached your daily news limit

Please log in to continue


বহু কাজে দাপট সেই ইংরেজিরই

বারাসত থানায় পড়শির বিরুদ্ধে মারধরের অভিযোগ জানাতে এসেছিলেন এক ব্যক্তি। পাড়ার এক জনকে ধরে করে যা হোক বাংলাতেই একটি অভিযোগপত্র লিখে এনেছিলেন। পুলিশ যখন এফআইআর-এর পাকা কপি দিল, সেটা পুরোটাই ইংরেজিতে। ভদ্রলোক সেই কাগজ হাতে নিয়ে কূল করতে পারলেন না। আইনজীবী যেমন বোঝালেন, তার উপরেই ভরসা রাখতে হল। 

সরকারি অফিস, আইন-আদালতে কাজের ভাষা এখনও বহুলাংশে ইংরেজি নির্ভর। ফলে সমস্যায় পড়তে হয় অনেককেই। থানা, আদালত ও কলেজ, বিভিন্ন দোকান-প্রতিষ্ঠানের বোর্ড— সর্বত্রই ইংরেজি শব্দের বাহু্ল্য। বারাসত আদালতে বিচারের জন্য আসেন আমডাঙা, দত্তপুকুর, দেগঙ্গা-সহ জেলার বিভিন্ন এলাকার বিচারপ্রার্থী ও তাঁদের পরিবারের লোকজন। আদালতে ই-পরিষেবা সংক্রান্ত বোর্ডে যাবতীয় লেখা ইংরেজিতেই। এমন কী, আইনজীবীদের সংগঠনের বোর্ডও লেখা ইংরেজিতে।

বারাসত থানা ও বারাসত সরকারি মহাবিদ্যালয়ের বোর্ডেও ইংরেজি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন