বিদেশের মাটিতে ২১ ফেব্রুয়ারির সবচেয়ে বড় অনুষ্ঠান
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বড় ধরনের আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ২১ ফেব্রুয়ারি। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কলম্বোর ঐতিহাসিক স্বাধীনতা চত্ত্বরে দেশটির প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে ও শতাধিক স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
উল্লেখ্য কলম্বোর স্বাধীনতা চত্ত্বরে সাধারণত সরকারি অনুষ্ঠান হয়ে থাকে এবং অন্যকোনও দূতাবাসের জন্য উন্মুক্ত নয়। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীলংকার উচ্চশিক্ষা প্রতিমন্ত্রী ড. সুরেশ রাগাভান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী থারাকা বালাশুরিয়া, শিক্ষা সচিব, সংস্কৃতিক বিষয়ক সচিব, বিদেশি রাষ্ট্রদূতবৃন্দ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে