নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৪ জনের অবস্থা গুরুতর

বাংলা ট্রিবিউন সোনারগাঁও প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৮

নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর এলাকা গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মো. জাকারিয়া (২৫), মো. আব্দুল্লাহ আল মামুন (২৬), মো. রুবেল হোসেন (৩৩) এবং মো.সজীব মিয়া (২৪)। দগ্ধরা সবাই একটি বেসরকারি কোম্পানির রিপ্রেজেন্টটিভ হিসেবে কর্মরত। মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার  দিকে এ ঘটনা ঘটে।


আহত চারজনকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নে ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


দগ্ধদের নিয়ে আসা ফরহাদ জানান, ৪ জন নারায়ণগঞ্জে সোনারগাঁও কাঁচপুর এলাকায় একটি বাসায় বসে আড্ডা দিচ্ছিল। ওই সময় ওদের এক বন্ধু সিগারেট জ্বালাতে গেলে রুমে হঠাৎ আগুন লেগে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। দগ্ধরা সবাই আরএফএল কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করছেন বলে জানান তিনি। গ্যাসের লিকেজ হয়ে রুমে ছড়িয়ে পড়ায় আগুন লেগে থাকতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও