মেসি-এমবাপের সাথে বর্ষসেরার দৌড়ে বিশ্বজয়ী আর্জেন্টিনা
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। স্থান পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের ফরোয়ার্ড লিওনেল মেসি ও তার ক্লাব সতীর্থ ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। পুরোবছরে সব অঙ্গনের অ্যাথলেটদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে লরিয়াস স্পোর্টস ফর গুড ফাউন্ডেশন পুরস্কার দিয়ে থাকে।
পুরস্কারের সাত ক্যাটাগরির ছয়টি বিষয়ে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হল- স্পোর্টসম্যান অব দ্য ইয়ার, স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার, ব্রেকথ্রু অব দ্য ইয়ার, টিম অব দ্য ইয়ার, স্পোর্টস ফর গুড, স্পোর্টসপার্সন উইথ এ ডিসাবিলিটি এবং কামব্যাক অব দ্য ইয়ার। স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের তালিকায় রয়েছেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়া লিওনেল আন্দ্রেস মেসি। কাতার বিশ্বকাপে তার সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট রয়েছে।