![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/02/online/facebook-thumbnails/dinajpur-samakal-63f4b9b1e1c9e.jpg)
পুকুরে মিলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার, বাড়িতে শিবলিঙ্গের মূর্তি
দিনাজপুরের বিরামপুর পৌরশহরে একটি পুকুর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮১৮ সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বাড়ি থেকে পাথরের শিবলিঙ্গের মূর্তি পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে পৌরশহরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় একটি পুকুর থেকে পিলারটি উদ্ধার করা হয়।
এদিন উপজেলার দোসরা পলাশবাড়ী এলাকার একটি বাড়ি থেকে শিবলিঙ্গের মূর্তিটি পাওয়া যায়। বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বাবু বলেন, জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে কয়েকজন জেলে মাছ ধরার জন্য নামেন। এ সময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে।