ভাষা আন্দোলনের ৭০ বছরেও বাংলা কেন সুপ্রতিষ্ঠা পায়নি?
জাতি গঠনের প্রথম শর্তই হচ্ছে তার ভাষা। ভাষা দ্বারা জাতি যত সুস্পষ্টভাবে প্রতিনিধিত্ব করে তা অন্য কিছুতে পারেনা। সংস্কৃতির সংমিশ্রণ অনেকভাবে ঘটতে পারে, কিন্তু ভাষা সেদিক থেকে নিজস্ব স্বকীয়তায় স্বতন্ত্র।
আজকের ইউরোপ নানাভাবে নানা বিষয়ে একত্রিত হওয়ার চেষ্টা করছে। ব্যবসা-বাণিজ্য, ভৌগলিক প্রবেশাধিকার, চাকরির ক্ষেত্রে। কিন্তু ভাষার ক্ষেত্রে তারা এক অনন্য অবস্থান নিয়ে রেখেছে। এমনকি 'গ্রেট ব্রিটেন' বলে খ্যাত চারটি রাষ্ট্র একত্রিত হয়ে যে রাষ্ট্রের জন্ম দিয়েছে, সেই রাষ্ট্রটির চারটি দেশের ভাষা ও উচ্চারণ আলাদা। সেটাকে মিশ্রণ করা যায়নি। অর্থাৎ স্কটিশরা যে ইংরেজি বলে তা বৃটেনের ইংরেজির সঙ্গে মেলে না। উচ্চারণগতভাবে বেশ কিছু তারতম্য আছে। আবার লিভারপুলের অংশের মানুষের মধ্যেও ব্যাপারটা তাই। এমনিভাবে ইংল্যান্ডের চারটি রাষ্ট্রের যে সমন্বিত 'গ্রেট ব্রিটেন', তা এখনও তাদের সেই ভাষাগত স্বাতন্ত্র ধরে রেখেছে।