টেক্সট মেসেজভিত্তিক যাচাইকরণে অর্থ নেবে টুইটার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩২
বিনামূল্যের সেবা গ্রাহকদের জন্য দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটার।
‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ বা ‘২এফএ’ নামে পরিচিত এই ব্যবস্থায় কোনো ব্যক্তি প্ল্যাটফর্মে লগ-ইনের সময় তার পরিচয় দু’বার যাচাই করা হয়। আর এটি তার অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াও সুরক্ষার বাড়তি স্তর যোগ করে।
এর বহুল ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে আছে ব্যবহারকারীকে টেক্সট মেসেজে কোড পাঠানো বা অন্য কোনো যাচাইকরণ ভিত্তিক অ্যাপের ব্যবহার।