গুলশানের ভবনটি এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়নি: পুলিশ
রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতল ভবনটি এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থা ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করবে। পরীক্ষা-নিরীক্ষার পর ভবনটি নিরাপদ কি না, তা জানানো হবে। নিরাপদ ঘোষণা করলেই কেবল বাসিন্দারা ভবনে ফিরতে পারবেন। আজ মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।
গুলশান ২ নম্বর এলাকার ১০৪ নম্বর সড়কের ১৪ তলা ভবনটিতে গত রোববার রাতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। যে দুজন মারা গেছেন, তাঁদের কেউই অগ্নিদগ্ধ হননি। দুজনই ভবনের ১২ তলা থেকে লাফিয়ে নিচে পড়ে মারা গেছেন।